1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
শুক্রবার, ১৮ জুন ২০২১, ০২:৫৯ অপরাহ্ন

সোনাম কাপুর সমকামী?

Reporter Name
  • প্রকাশের সময় : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ২৬৭ বার পঠিত

(সংবাদবাংলা.কম) টিপিক্যাল বলিউডের হিন্দি রোমান্টিক ছবিতে এ ধরনের রোমান্স কখনো দেখা গেছে বলে মনে পড়ে না। তবে এবার এমনটাই হতে চলেছে বাবা অনিল কাপুর ও মেয়ে সোনাম কাপুর জুটির প্রথম ছবিতে। সোনমকে একজন সমকামীর ভূমিকায় দেখা যাবে। ছবির ট্রেলারে ইতোমধ্যেই সোনমের সমকামী প্রেমের ইঙ্গিত দেওয়া হয়েছে।

ট্রেলারে দেখা গেছে, বাড়ির মেয়ে ‘সুইটি’র (সোনম কাপুর) বিয়ে দেওয়ার জন্য বাড়ির সকলে উঠে পড়ে লেগেছে। সুইটিও ছোট থেকে আর পাঁচজন মেয়ের মতোই বিয়ের স্বপ্ন দেখে। তবে মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না, পঙ্কজ, সাহিল মির্জাসহ একাধিক পুরুষের নাম উঠে আসছে।

অথচ সুইটি কী বলতে চাইছে তা কেউ শুনতেও চাইছে না। তবে অবশেষে সামনে আসে সেই সত্যি। কোনো পুরুষকে নয়, আসলে সুইটি (সোনম কাপুর) ভালোবাসে একটি মেয়েকেই। তার নাম কুকু (রেজিনা ক্যাসান্দ্রা)।

হ্যাঁ,‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবিতে দক্ষিণী অভিনেত্রী রেজিনা ক্যাসান্দ্রাকে সোনম কাপুরের প্রেমিকার ভূমিকায় দেখা যাবে।

এই ছবিতে সোনম কাপুর, অনিল কাপুর, রাজকুমার রাও, রেজিনা ক্যাসান্দ্রা ছড়াও দেখা যাবে জুহি চাওলাকেও।

‘এক লেড়কি কো দেখা তো অ্যায়সা লাগা’ ছবির গল্প যিনি লিখেছেন তিনি একজন রূপান্তরকামী। তাঁর নাম গজল ধালিওয়াল। গজল একজন রূপান্তরকামী মহিলা, যিনি ‘লিপস্টিক আন্ডার মাই বুরখা’, ‘করিব করিব সিঙ্গল’-এর মতো ছবির গল্প লিখেছেন।

আমি খানের সত্যমেব জয়তে শোয়ে এসে নিজেই জানিয়েছিলেন কীভাবে পুরুষ থেকে একজন নারীতে রূপান্তরিত হয়েছিলেন রেজিনা।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King