1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
রবিবার, ২০ জুন ২০২১, ০৩:১৭ অপরাহ্ন

যে দুটি ট্রফি এখনো অধরা মেসির, এবার কি হবে?

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ আগস্ট, ২০১৯
  • ২৩১ বার পঠিত

লিওনেল মেসি ক্লাব পর্যায়ে মাঠে নামলে নিয়মিতই কোনো না কোনো রেকর্ড পাতায় নাম তুলছেন।  ক্লাব পর্যায়ে তিনি যতটা সফল জাতীয় দলে ততটা এখনো পিছিয়ে। তার দখলে নেই বড় কোনো শিরোপা।

কিন্তু ব্যক্তিগতভাবে ঘেঁটে দেখে যায়, শুধু বিশ্বকাপ ট্রফি নয় মেসি পিছিয়ে আছে আরো দুটি ব্যক্তিগত অ্যাওয়ার্ড থেকেও। তাহলো- পুসকাস অ্যাওয়ার্ড ও লাউরিউস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড এখনো হাতে ওঠেনি এই ক্ষুধে জাদুকরের।

২০১৫ সালে পুসকাসে সেরা তিনে থেকেও জিততে পারেননি। ভোট সিস্টেমের কারণে মেসি দূর্ভাগ্যবশত পাননি যেমনটা ভাগ্যক্রমে গতবার সালাহ পেয়েছিল। অথচ পুসকাস অ্যাওয়ার্ড দেয়া হয় বছরের সবচেয়ে সুন্দর-দর্শনীয় গোলের জন্য। মেসি ওইরকম গোল প্রতি সিজনে কয়েকটা এমনিতেই করে থাকেন।

আরেকটি হলো- লাউরিউস এওয়ার্ড। যেটার জন্য পাঁচবার নমিনেটেড হয়েও পাননি একবারও। অ্যাথলেটদের দেয়া এই অ্যাওয়ার্ড সর্বোচ্চ ৪ বার জিতেছেন উসাইন বোল্ট, ২বার উড স্কোপড, একবার করে জিতেছে জোকোভিচ, নাদাল, ফেদেরারসহ আরো অনেকে।

মেসি অনেক অ্যাওয়ার্ড পেলেও এখনো অধরা এই বড় দুটি ট্রফি। প্রশ্ন থাকে মেসি কী পারবে এই ট্রফিগুলো নিজের হাতে নিতে?

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King