1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
বৃহস্পতিবার, ২৫ মে ২০২৩, ০১:৩৩ অপরাহ্ন

৩২ মণের ‘বড় মিয়া’

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৩৩০ বার পঠিত

চট্টগ্রামের বাকলিয়া এলাকার হাজি আনোয়ার ডেইরি ফার্মের ফ্রিজিয়ান জাতের ষাঁড় ‘বড় মিয়া’। দীর্ঘ ১০ ফুট দৈর্ঘ্য আর ৬ ফুট উচ্চতার কারণেই এই নাম। সাড়ে ৩২ মণ বা ১৩শ’ কেজি ওজনের ষাঁড়টির দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা।

রবিবার (১৯ জুলাই) ফার্মের মালিক ইমরান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এক বছর আগে ষাঁড়টি চট্টগ্রামের পটিয়া এলাকা থেকে কিনেছি। তখন আমরা ডেইরি ফার্মে ব্রিডিংয়ের জন্য ষাঁড়টি কিনেছিলাম। কেনার পর যখন দেখলাম এটির গ্রোথ ভালো, তখন সিদ্ধান্ত নিলাম মোটাতাজা করে কোরবানিতে বিক্রি করবো।’

মো. ইমরান বলেন, ‘ষাঁড়টির ওজন ১৩শ’ কেজি থেকে একটু বেশি। আমরা ১৩শ’ কেজি ধরে ১২ লাখ টাকা দাম দিয়েছি। ইতোমধ্যে সাড়ে ৬ লাখ টাকা দাম উঠেছে। উপযুক্ত দাম পেলে বিক্রি করে দিবো।’

ষাঁড়টির বয়স চার বছর জানিয়ে তিনি বলেন, ‘ছয় দাঁতের এই ষাঁড়টির পেছনে আমাদের প্রতিদিন ৮০০ টাকা খরচ হয়। চালের গুঁড়া, পাতা ভূষি, অ্যাংকর ডাল, খই, সয়াবিন, ভুট্টা, ভুট্টার গুঁড়া এগুলো মিক্সড করে আমরা ষাঁড়টিকে খাওয়াই। ঘাসসহ ষাঁড়টি প্রতিদিন গড়ে ৩০ কেজির মতো খাবার খায়।’

নগরীর পশুর হাটে তোলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এবার তো পশুর হাট এখনও জমে ওঠেনি। অনেকে খামার থেকে গরু কিনছেন। খামারে রেখেই বিক্রির চেষ্টা করবো। তবে শেষ দিকে পশুর হাট জমে উঠলে তখন হয়তো বাজারে নিতে পারি।’ 

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King