করোনাকালে লকডাউনে বিশ্বজুড়ে চলছে আর্থিক মন্দা। সেই মন্দা গ্রাস করেছে বলিউডকেও। ভয়ংকর আর্থিক সংকটের মুখে বলিউড। বেশ কিছু বলিউড তারকা এই আর্থিক পরিস্থিতি সামাল দিতে এগিয়ে এসেছেন। শহীদ কাপুর এক ঝটকায় তাঁর পারিশ্রমিক কমিয়ে ফেলেছেন। ‘জার্সি’ ছবির জন্য তিনি তাঁর চুক্তি হওয়া পারিশ্রমিক থেকে ১০ কোটি টাকা কমিয়েছেন।
করোনার কারণে বলিউডের নির্মাতাদের কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মোকাবিলা করতে হচ্ছে। লকডাউন শিথিল হতেই তাই অনেক নির্মাতা ক্ষতি কাটিয়ে উঠতে ঝুঁকি নিয়ে শুটিং শুরু করে দিয়েছেন। এদিকে সেটে করোনাসংক্রান্ত সব রকম সুরক্ষা বজায় রাখতে গিয়ে পানির মতো অর্থ খরচ করতে হচ্ছে নির্মাতাদের। তাই আরও আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তাঁরা। তাই এই সময় নির্মাতাদের পাশে দাঁড়ালেন শহীদ। ‘জার্সি’ ছবির জন্য এক ধাক্কায় অনেকটা পারিশ্রমিক কমিয়ে ফেললেন তিনি।
জানা গেছে, শহীদ ‘জার্সি’ ছবির জন্য দুই রকমভাবে চুক্তি স্বাক্ষর করেছিলেন। একদিকে তিনি ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছিলেন। অন্যদিকে ‘জার্সি’ ছবির মুনাফার একটা অংশও নেওয়ার কথা ছিল এই বলিউড সুপারস্টারের। নির্মাতারা শহীদের সব শর্ত মেনে নিয়েছিলেন। করোনার দীর্ঘ বিরতির পর এই ছবির শুটিংও শুরু করে দিয়েছেন তাঁরা৷ তবে করোনার কারণে নির্মাতারা এই ছবির সব অভিনয়শিল্পীদের পারিশ্রমিক কমানোর জন্য অনুরোধ করেন। খবর অনুযায়ী, শহীদ নির্মাতাদের এই অসুবিধার কথা উপলব্ধি করেছেন। তাই তিনি তাঁর পারিশ্রমিক কম করতে রাজি হন। জানা গেছে, শহীদ ১০ কোটি টাকা পারিশ্রমিক কমিয়ে ফেলেছেন। তাই ‘জার্সি’ ছবির জন্য এই বলিউড নায়ক ২৫ কোটি রুপি নেবেন। তবে নির্মাতারা চুক্তি অনুযায়ী ছবির লাভের অংশ দিতে রাজি শহীদকে।
তেলেগু হিট ছবি ‘জার্সি’র হিন্দি রিমেক শহীদের এই ছবিটি। এই স্পোর্টস ড্রামাভিত্তিক ছবিটি পরিচালনা করছেন গৌতম তিন্নানুরি। শহীদ ছাড়া এই ছবিতে আরও আছেন মৃণাল ঠাকুর ও পঙ্কজ কাপুর। এর আগে শহীদ কাপুর অভিনীত তেলেগু ‘অর্জুন রেড্ডি’ সিনেমার হিন্দি রিমেক ‘কবির সিং’ সিনেমাটি প্রায় ৪৫০ কোটি টাকা আয় করে। ২০১৯ সালের সর্বোচ্চ অর্থ উপার্জনকারী সিনেমার তালিকায় এটি তৃতীয়।