ম্যানচেষ্টারে সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে নিশ্চিত জয় হাতছাড়া করে সফরকারী পাকিস্তান। সিরিজের প্রথম টেস্ট হাত থেকে ফসকে যাওয়ায় হতাশ হলেও ঘুড়ে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন সফরকারীদের প্রধান কোচ মিসবাহ উল হক। সিরিজে ফিরতে হলে তিনি শিষ্যদের প্রথম টেস্টের স্মৃতি দ্রুত ভুলে যাওয়ার পরামর্শ দিয়েছেন। দ্বিতীয় টেস্টের প্রতি খেলোয়াড়দের আরও মনোযোগী হতে বলেছেন তিনি। আগামী বৃহস্পতিবার থেকে সাউদাম্পটনে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে মিসবাহ বলেন, ‘প্রথম টেস্টের স্মৃতি খুবই হতাশার। এভাবে হারলে এই স্মৃতি ভুলে যাওয়া কঠিন। তবে আমাদের প্রথম টেস্টের স্মৃতি ভুলতে হবে। কারণ এখানেই সব শেষ নয়, এখনো দুটি টেস্ট আছে। সিরিজে ফেরার ভালো সুযোগ রয়েছে আমাদের। প্রথম টেস্ট থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। ভুলগুলো শুধরে নিতে পারলে, পরের টেস্টে ভালো করা সম্ভব।’
তিনি আরও বলেন, ‘ওল্ড ট্র্যাফোর্ড টেস্টে হারে আমাদের আত্মবিশ্বাসে চিড় ধরেছে। কিন্তু পেশাদার ক্রিকেটে ভালো করতে আপনাকে সব সময়ই আত্মবিশ্বাসী থাকতে হবে। কারণ এটি ক্রিকেট। প্রথম টেস্টে জয়-পরাজয়ে মাঝে খুব সামান্য ব্যবধান ছিল। অবশ্যই হতাশা আছে, তবে তা মাথায় রাখা যাবে না। অন্যথায় ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যাবে। দলের বিশ্বাস আছে, আমরা ঘুরে দাঁড়াতে পারব। ইংল্যান্ডকে চ্যালেঞ্জ দিতে আমরা এখনো প্রস্তুত। হাল ছাড়তে রাজি নই। ছেলেরা ভালো করতে ও একটি জয়ের জন্য মুখিয়ে আছে।’
প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের প্রশংসা করেন মিসাবহ। তিনি বলেন, ‘ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে দারুনভাবে ঘুরে দাঁড়িয়েছে, এজন্য তাদের কৃতিত্ব দিতেই হবে। দারুন খেলেছে, বাটলার ও ওকস। তাদের সাথে ভাগ্য ছিলো। আমাদের পাশে ভাগ্য ছিলো না। ম্যাচ রোমাঞ্চকর হলে, খেলার সৌন্দর্য বৃদ্ধি পায়। প্রথম টেস্ট এটির বড় উদাহরন। টান-টান উত্তেজনা প্রমাণ করেছে, টেস্ট ক্রিকেট কেন এখনো জনপ্রিয়।’