1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
শুক্রবার, ০২ ডিসেম্বর ২০২২, ০৬:৪৩ অপরাহ্ন

সড়ক দুর্ঘটনায় আহত নির্মাতা রিয়াজুল রিজু

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
  • ১১৩ বার পঠিত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তরুণ নির্মাতা রিয়াজুল রিজু।

বুধবার (৭ অক্টোবর) রাত ১০টার দিকে আদি টাঙ্গাইলের থানা পাড়া এলাকায় মোটরসাইকেলে এই দুর্ঘটনা ঘটে। এসময় রিজুর সঙ্গে ছিলেন তার বন্ধু রাসেল। তিনিও গুরুতর আহত হয়েছেন। এরপর দুজনকে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জানা গেছে, ‘ব্ল্যাক লাইট’ নামের একটি সিনেমার শুটিং লোকেশন দেখতে বের হয়ে এই দুর্ঘটনার কবলে পড়েন তারা।
রিয়াজুল রিজুর প্রযোজনা প্রতিষ্ঠান কারুকাজ-এর মিডিয়া ও মার্কেটিং প্রধান ইমদাদুল ইসলাম যিকরান বলেন, ‘বুধবার বিকালে রিজু ভাই মোটরসাইকেলে করে নতুন সিনেমার শুটিংয়ের জন্য লোকেশন দেখতে বের হন। রাত ১০টার দিকে টাঙ্গাইলের পুরাতন বাস স্ট্যান্ডের পাশে নিজ বাসায় ফেরার পথে দুজনেই মোটরসাইকেল নিয়ে রাস্তার পাশের একটি গভীর খাদে পড়ে যান। দুজনই গুরুতর আহত। রিজু ভাইয়ের মাথায় তিনটি সেলাই লেগেছে। তার বন্ধুর অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকা নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।’
রিয়াজুল রিজুর প্রথম সিনেমা ‘বাপজানের বায়স্কোপ’-এর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার (২০১৫) পেয়েছেন। শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ সর্বাধিক ৮টি বিভাগে পুরস্কার পায় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমাটি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King