1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৮:৪২ পূর্বাহ্ন

সৌমিত্রের খোঁজ নিলেন বচ্চন

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২০
  • ১১৮ বার পঠিত

তাঁর অবস্থা স্থিতিশীল। কিন্তু তিন দিন ধরে একই রকম দুর্বল, অসংলগ্ন সৌমিত্র চট্টোপাধ্যায়। কথা বলছেন না বা মুখ দিয়ে খেতে পারছেন না। তাঁর স্নায়বিক অবস্থা ডাক্তারদের দুশ্চিন্তায় রেখেছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

সোমবার মিন্টো পার্কের বেসরকারি হাসপাতালে চিকিৎসক তথা স্নায়ুরোগ বিশেষজ্ঞেরা এই বিষয়টি নিয়ে আলোচনা করেন। নতুন কী করা যায়, দিশা খুঁজছেন তাঁরা। সৌমিত্রর ফিজিয়োথেরাপির সঙ্গে স্পিচথেরাপি বা কথা বলানোর চিকিৎসাও শুরু হয়েছে। তবে এখনও পর্যন্ত তেমন লাভ হয়নি। ডাক্তারদের মতে, সৌমিত্র এখন কার্যত বিপন্মুক্ত।

  তবে স্বাভাবিকতায় ফিরতে সময় লাগছে। বিষয়টি নিয়ে নানা মহলে উৎকণ্ঠা। সৌমিত্রের এক চিকিৎসক আবার অমিতাভ বচ্চনের চিকিৎসকের বন্ধু। সেই সূত্রে অমিতাভও সৌমিত্র কেমন আছেন জানতে চেয়েছেন বলে প্রবীণ শিল্পীর ঘনিষ্ঠ মহলের খবর।

এ দিকে, সৌমিত্রবাবুর কন্যা পৌলমী বসু সোশ্যাল মিডিয়ার একাংশের অসংবেদনশীল ব্যবহারে ক্ষুব্ধ ও ব্যথিত। তিনি বলেন, ‘‘বাবা খেতে বা কথা বলতে পারছেন না। সুস্থ হতে ঢের দেরি। তাঁর অসহায় অবস্থার ছবি তুলে নেটে প্রচার করা হচ্ছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক ও গর্হিত কাজ। দয়া করে এটা মাথায় রাখুন, উনি চিত্রতারকা হলেও কারও বাবা বা স্বামী।’’ অভিনেতার ব্যক্তিগত পরিসর লঙ্ঘন বা মর্যাদাহানি না-করতে ফেসবুকেও অনুরোধ জানান সৌমিত্র-কন্যা।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King