সিলেটের আলোচিত লেডি বাইকার রিয়া রায়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। সোমবার (৮ নভেম্বর) পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তার বয়ফ্রেন্ড আরমান সামীকে।
সিলেট এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান,রোববার রাতে এয়ারপোর্ট এলাকায় একটি একটি গাড়ী কয়েকবার ঘুরাফেরা করছিলো তখন টহলে থাকা পুলিশের সন্দেহ হলে গাড়িটিকে থামানোর সিগনাল দেয়া হয়।গাড়িটি একটু দুরে গিয়ে থামে। তখন গাড়ি থেকে তড়িঘড়ি করে একজন তরণী নেমে যান।
এসময় পুলিশ গাড়িটি তল্লাশি করে একটি পানির বোতলে রাখা বিশেষ মাদক, ইয়াবা, গাজা উদ্ধার করে। গাড়িতে থাকা আরমান সামীকে আটক ককরা হয়।এরপর জিজ্ঞাসাবাদে সে জানায় পালিয়ে যাওয়া তরুণী লেডি বাইকার রিয়া রায়।
ওসি জানান, সোমবার সকালে গ্রেপ্তার হওয়া আরমান সামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
অন্যদিকে মাদক উদ্ধারের ঘটনায় এয়ারপোর্ট থানার এসআই গৌতম চন্দ্র দাশ বাদী হয়ে রিয়া ও আরমান সামীকে আসামি করে মামলা দায়ের করেন। আসামী রিয়া ঘটনার পর থেকে পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।