মোঃ মাছুম বিল্লাহ সজীব:- জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার নুরুজ্জামান নবীন তার টিউশনির টাকা জমিয়ে প্রায় ১০০টি পরিবারের দায়িত্ব নিলেন। সাবেক ছাত্রলীগ নেতা তার নিজে অর্থয়নে ত্রাণ দিচ্ছেন আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছেন।
বিষয়টি সাংবাদিকদের চোখে পড়ে, একপর্যায়ে সাংবাদিকদের যানান সামাজিক যোগাযোগ মাধ্যম থাকতেও তিনি ছবি না তুলে সরসরি নিজ হাতে ত্রাণ দিচ্ছেন। এই রমজানের প্রায় ১০০ টি পরিবারের দায়িত্ব গ্রহণ করলেন সাবেক এই ছাত্রলীগ নেতা। তিনি আরো জানান, আমি বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক।
ছোটকাল থেকে দেখে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান এর সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি বড় হয়েছেন বঙ্গবন্ধুর নীতি এবং আদর্শ নিয়ে।
তিনি বেঁচে থাকতে চান বঙ্গবন্ধু এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতি এবং আর্দশ নিয়ে। বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হৃদয় থেকে ভালোবেসে দুয়ারে দুয়ারে ত্রাণ দিয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়ে যাচ্ছেন।
এরকম একজন ছাত্রলীগ নেতা বিষয়টি সত্যি প্রশংসনীয়।