সমুদ্রের রহস্য এখনো খুব বেশি জানতে পারেনি মানুষ। প্রায়ই সমুদ্রের নানা জীব সম্পর্কে অনেক আকর্ষণীয় তথ্য আসে; যেগুলো অনেক সময় কেউ কল্পনাও করতে পারেনি। এবার জানা গেল, সমুদ্র তীরে দেখা গেছে বিশালাকার একটি জীব; তার ছবি এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
আসলে ওই প্রাণী একটি বিরাট নীল তিমি। ইন্দোনেশিয়ার একটি সমুদ্র তীর থেকে তোলা ছবিটি ভাইরাল হয়ে গেছে। সমুদ্রের গভীর থেকে সেটি ভুল করে তীরের দিকে চলে আসে। বিশাল প্রাণীটি ছিল লম্বায় ৭৫ ফুট। এরই মধ্যে তিমিটি মারা গেছে।
ভাইরাল হওয়া ছবি ও ভিডিওতে দেখা যায়, ইন্দোনেশিয়ার বাসিন্দারা সমুদ্রের নীল তিমি দেখতে পাড়ে গিয়ে ভিড় করছেন। বাতু কপালা সমুদ্র সৈকতে মৃত অবস্থায় পাওয়া যায় তিমিটি। বহু মানুষ অতিকায় তিমির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
সমুদ্র সৈকতে বিশাল নীল তিমির খবর পেয়ে স্থানীয় লোকজন তা দেখতে জমায়েত হতে থাকে। কীভাবে এই তিমি মারা গেল তা এখনো জানা যায়নি। তবে এক সরকারি কর্মকর্তাদের বক্তব্য, খুব সম্ভবত ওই প্রাণীটি অন্য কোথাও মারা গেছে, পরে ভেসে ভেসে এসেছে সমুদ্র সৈকতে।