1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
বৃহস্পতিবার, ৩০ জুন ২০২২, ০৮:০৫ পূর্বাহ্ন

সঞ্জয় দত্ত জানালেন দেহে বাস করা কর্কটের কথা

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০
  • ১২৯ বার পঠিত
অবশেষে নিজদেহে বাস করা কর্কটের কথা প্রকাশ করলেন ভারতের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত।

৬১ বছর বয়সি এই অভিনেতা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন। যেখানে লেখা- “দ্রুতই এই রোগের বিরুদ্ধে বিজয়ী হব।”

দেড়শটিরও বেশি সিনেমায় অভিনয় করা সঞ্জয় দত্ত তথা ‘সঞ্জু বাবা’র রোগ নিয়ে দীর্ঘদিন ধরেই ভারতের গণমাধ্যমে লেখালেখি চলছিল।

তার ভেঙে পড়া শারীরিক অবয়বের ছবি সংগ্রহ করে চলছিল নানান রকমের জল্পনা কল্পনা।

সবকিছুর উত্তর দিতে নিজেই এবার পোস্ট করলেন অবস্থা জানিয়ে।

তরুণ বয়সে মাদকে আসক্ত হয়ে পড়া সঞ্জুকে অনেক কাঠখড় পেরিয়ে বলিউডে আসন প্রতিষ্ঠা করতে হয়েছে।

মা নার্গিসের মৃত্যুতে ভেঙে পরা ‘খলনায়ক’ সঞ্জুকে এক সময়ে কাটাতে হয়েছে জেলখানাতেও।

মাধুরীর মতো প্রতিষ্ঠিত নায়িকাদের সঙ্গে প্রেম বিচ্ছেদ তাকে বার বার ছিটকে বের করে দিয়েছে ছন্দযুক্ত জীবন থেকে।

অবশেষে মান্যতার সংসার তাকে আগলে ধরে।

শারীরিক অবয়ব ধরে রাখার নিষ্ঠায় বলিউডে তিনি অন্যতম। বারবার ফিরে আসা এই অভিনেতা কর্কটও জয় করবেন বলে তিনি আশাবাদী।

নভেম্বর থেকে শুটিংয়েও ফিরবেন।

এর আগে অগাস্ট মাসে তিনি চিকিৎসার জন্য স্বল্প বিরতিতে থাকবেন বলে মিডিয়াতে ঘোষণা দেন। আর এখন দিলেন ফিরে আসার প্রতিশ্রুতি।


এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King