ইনস্টাগ্রামে ছবি পোস্ট করলেন কলকাতার পরিচালক রাজ চক্রবর্তী। সাদা পাঞ্জাবি পড়ে রাজ জড়িয়ে আছেন স্লিভলেস ব্লাউজ আর ঘিয়ে রঙের শাড়ি পরা শুভশ্রীকে। শুভশ্রীর হাত পেটের কাছে, যেন ছুঁয়ে আছেন সন্তানকে। শুভশ্রীর বেবি বাম্পের ছবি এভাবেই প্রকাশ করলেন রাজ। আর এক ছবিতে শুভশ্রী আর রাজ আসন্ন সন্তানের কথা ভেবেই আদর করছেন নিজেদের।
রাজ বলেন, শুভকে (শুভশ্রী কে রাজ শুভ বলে ডাকেন) লুকিয়ে ইনস্টাতে ছবিটা পোস্ট করি। ও তো কিছুই করতে দেবে না আমায়। চারিদিকে এত খারাপ খবরের মধ্যে আমার মনে হয়েছিল একটু পজিটিভ কিছু দিই। তাই এই ছবি পোস্ট করলাম।
ছবি পোস্ট করার পাশাপাশি সুন্দরবনে নিয়মিত ত্রাণ পাঠানোরও ব্যবস্থা করছেন রাজ। বললেন, সরকার যথাসাধ্য চেষ্টা করছেন। অনেক জায়গায় টাকাও পৌঁছে গিয়েছে। প্রচুর মানুষও এগিয়ে আসছেন।
এদিকে, সেপ্টেম্বরেই ‘জুনিয়ার রাজ’ পৃথিবীর মুখ দেখবে বলে আশাবাদী রাজ এবং শুভশ্রী দু’জনেই।