1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
সোমবার, ২২ মে ২০২৩, ১১:৩০ পূর্বাহ্ন

শিরোপা উদযাপনের সময় গাড়ি হারালেন লিভারপুল তারকা

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩২৮ বার পঠিত

ইংলিশ প্রিমিয়ার লিগে ৩১ রাউন্ড শেষেই শিরোপার স্বাদ পেয়েছে লিভারপুল। অপেক্ষা ছিল শুধু শিরোপায় হাত ছোঁয়ানোর।

আর তা নিয়ে ফটোসেশনের। ৩৭তম ম্যাচের পর সেই অপেক্ষার প্রহর ঘুচল অলরেডদের।

প্রায় ত্রিশ বছর পর লিগ জেতার আনন্দে মাতোয়ারা হন লিভারপুলের খেলোয়াড়রা।

আর রাতভর শিরোপা উদযাপন শেষে সকালে বাড়ি ফিরে নির্বাক হয়ে যান লিভারপুলের মিডফিল্ডার ফাবিনহো।

বাড়ি ফিরে দেখেন, হাওয়া হয়ে গেছে তার বিলাসবহুল অডি আরএস৬ গাড়ি ও সঙ্গে দামি গয়নাও।

মাঠে শিরোপা উল্লাসে ব্যস্ত থাকায় ঘুণাক্ষরেও টের পাননি ফাবিনহো ও তার পরিবারের কেউ।

বিষয়টি মার্সিসাইড পুলিশে জানানোর সঙ্গে সঙ্গে মাঠে নামেন তারা। ইতিমধ্যে গাড়িটি খুঁজে পেয়েছেন তারা।

মার্সিসাইড পুলিশ জানিয়েছে, বুধবার মধ্যরাতে কিংবা বৃহস্পতিবার ভোরের দিকে এই চুরির ঘটনা ঘটেছে। ফর্মবি থেকে প্রায় ২০ মাইল দূরে উইগান থেকে উদ্ধার করা হয়েছে গাড়িটি। সিসিটিভি ফুটেজ থেকে সাহায্য নিয়ে আমরা চোর শনাক্তের চেষ্টা করছি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King