বীর সিনেমা নিয়ে অনেক জল ঘোলা হয়েছে। অবশেষে সব জল ঘোলা শেষে আসল খবর মিলেছে। কয়েক দিন ধরে চলচ্চিত্রপাড়ায় গুঞ্জন, এই ছবি থেকে বাদ পড়েছেন বুবলি। সংবাদমাধ্যমেও এ নিয়ে খবর প্রকাশিত হয়েছে। খুব শিগগিরই শাকিব ও বুবলি এই ছবির শুটিংয়ে অংশ নেবেন। আর এই ছবিতেই দ্বিতীয় নায়িকা হিসেবে থাকছেন আরিয়ানা জামান।
শনিবার নবাগত নায়িকার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছেন। বীর পরিচালক কাজী হায়াৎ পরিচালিত ৫০তম চলচ্চিত্র। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শাকিব খানের ছোটবেলার অংশের দৃশ্য ধারণের মধ্য দিয়ে ছবিটির শুটিং শুরু হয়েছে।
গত দেড় বছর আগে ঘোষণা হয়েছিল, শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মসের বীর ছবির শাকিব খানের নায়িকা হচ্ছেন বুবলি। ছবিতে চুক্তিবদ্ধ না হলেও সে সময় প্রযোজনা প্রতিষ্ঠান থেকে খবরটির সত্যতা নিশ্চিত করা হয়েছিল। এর সত্যতা নিশ্চিত করেন বুবলি নিজেও। শাকিব খান জানান, এস কে ফিল্মস তাদের কথা রেখেছে। বীর ছবিতে বুবলির থাকার কথা ছিল, তিনিই নায়িকা থাকছেন।