1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
সোমবার, ২৯ মে ২০২৩, ০৯:২০ পূর্বাহ্ন

লন্ডন গেলেন তামিম

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৩১৩ বার পঠিত

জাতীয় দলের ক্রিকেটাররা যখন ব্যক্তিগত উদ্যোগে একক অনুশীলনে মাঠে ফিরেছেন, তখন দলের অধিনায়ককে অনুপস্থিত দেখা গেছে।

এর কারণ হিসাবে জানা গেছে, পেটের পীড়ায় ভুগছেন তামিম। ঢাকায় বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা করিয়েছেন। প্যাথলজিক্যাল টেস্ট, সিটিস্ক্যানও করিয়েছেন। কিন্তু এত কিছুর পরও তার ব্যথার কারণ জানা যায়নি।

সেজন্য দেশে উপায়ন্ত করতে না পেরে উন্নত চিকিৎসার জন্য বাধ্য হয়েই লন্ডনে পাড়ি জমিয়েছেন এই দেশসেরা ড্যাশিং ওপেনার।

শনিবার বাংলাদেশ সময় বেলা ১১টা ১০ মিনিটে এমিরেটসের ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন তামিম।

দুবাইয়ে যাত্রাবিরতি দিয়ে পরে লন্ডন পৌঁছাবেন তিনি।

এ তথ্য নিশ্চিত করেছেন জাতীয় দলের খেলোয়াড়দের বিমানবন্দরে অভ্যর্থনার দায়িত্বে থাকা ওয়াসিম খান।

তামিমকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন ওয়াসিম।

এর আগে তামিমের এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছিলেন, লন্ডন যাত্রা ও চিকিৎসার ব্যাপারে যথেষ্ট অগ্রগতি হয়েছে। যদি সব কিছু ঠিক থাকে, তা হলে আগামী শনিবার লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তামিম।

জানা গেছে, লন্ডনে পৌঁছানোর পর বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন না তামিম। তাকে ১৪ দিনের সেলফ কোয়ারেন্টিনে থাকতে হবে। এ সময়ের মধ্যে তার মধ্যে করোনার উপসর্গ দেখা না দিলেই বাইরে বের হওয়ার অনুমতি পাবেন। তখন থেকেই শুরু হবে তার চিকিৎসা।

কয়েক দিন আগে গণমাধ্যমে তামিম জানিয়েছিলেন, হুট করেই প্রচণ্ড পেটের ব্যথায় ভোগেন তার। এ ব্যথা মাঝেমধ্যে এতটাই বাড়ে যে সোজা হয়ে দাঁড়াতে পারেন না। একপ্রকার শয্যাশায়ী করে ফেলে তাকে। বসে থাকলেও এ ব্যথা কমে না। দেশের কোনো চিকিৎসক এমন ব্যথার কোনো কারণ খুঁজে বের করতে পারেননি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King