ধর্ষকদের শাস্তি দেয়ার দাবিতে বিভিন্ন তারকাই নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে বিভিন্ন পোস্ট করেছেন। তবে স্বশরীরে রাজেপথে নেমে এলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী।
টিম পজিটিভ বাংলাদেশের (টিপিবি) ব্যানারে নোয়াখালীসহ সারাদেশে ধর্ষণ ও যৌন নিপীড়ণের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে এই দুই তারকা বুধবার (৭অক্টোবর) দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত এক মানববন্ধনে অংশ নেন।
এ প্রসঙ্গে ওমর সানি বলেন, প্রতিবাদ করতে নির্দিষ্ট কোনো জায়গার দরকার হয় না। পৃথিবীর যেকোনো জায়গা থেকে প্রতিবাদ করা যায়। সেটা যদি হয় ন্যায় সঙ্গত তাহলে কোনো কথাই নেই।