রাজধানীর শেরে বাংলানগরে একটি লরি উল্টে দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এসময় ২০ জন আহত হয়েছে বলে খবর প্রকাশ। খবর ডিবিসি নিউজ। বৃহস্পতিবার (১৬ই এপ্রিল) সকালে, রাজধানীর শেরে বাংলানগরে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার থেকে সেনা সদস্যদের নিয়ে মুন্সিগঞ্জে যাচ্ছিলো লরিটি। উল্টো পথে দিয়ে আসা একটি রিকশা চলে আসায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারের রেলিং ভেঙে উল্টে যায় সেনাবাহিনীর লরিটি। লরিটিতে ২৫ জন সেনাসদস্য ছিলেন।
এ ঘটনায় আহতদের শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তবে দুর্ঘটনায় চার সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন।