1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
সোমবার, ২২ মে ২০২৩, ১১:২১ পূর্বাহ্ন

রাজধানীতে ওসির বাসায় তরুণীর লাশ

Reporter Name
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০১৯
  • ৪৬৯ বার পঠিত

পুলিশের অবসরপ্রাপ্ত ওসি আক্কাস আলীর বাসা থেকে সাইমা আক্তার সুমা (২২) নামের এক তরুণীর মৃতদেহ উদ্ধার করেছে আদাবর থানা পুলিশ। নিহত সাইমা আক্তার সুমা কিশোরগঞ্জ জেলার বত্রিশ বিলপাড়া এলাকার মো. আক্কাস আলীর মেয়ে।

রাজধানীর আদাবর থানার নবদয় বাজার এলাকায় শনিবার (২৪ আগস্ট) বিকাল তিনটায় পুলিশ তার লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে।

পরিবার সূত্রে জানা যায়, নিহত সুমা রাজধানীর আদাবরের একটি গার্মেন্টসে কাজ করতেন। তার স্বামীর সঙ্গে দীর্ঘদিন যাবৎ দাম্পত্য কলহ চলে আসছিল। পরে স্বামীর অত্যাচারে বাবা মায়ের কাছে চলে আসতে বাধ্য হয়। এর কিছুদিনের মাথায় সে নিহত হল।

নিহতের ভাই কামরুল ইসলাম বলেন, গতকাল রাত ১১টায় আমার সাথে মোবাইল ফোনে কথা বলার পর আজ দুপুরে তার মৃত্যুর খবর পাই। দুপুর থেকে আমার বাবা-মাসহ থানায় ঘুরলেও এখন পর্যন্ত তার মুখটাও দেখতে পারিনি। পুলিশ কেন তাকে আমাদের দেখতে দিচ্ছে না? আমার বোনকে আমরা ফেরত চাই। খুনিদের ফাঁসি চাই।

আদাবর থানার ওসি কাউসার আহমেদ জানান, সম্ভবত এটা আত্মহত্যার ঘটনা হতে পারে। আমরা বিকালে খবর পেয়ে তার লাশ উদ্ধার করি। সন্ধায় তার লাশ সোহরাওয়ার্দী মেডিকেলে পাঠানো হয়েছে। কাল (রোববার) ময়নাতদন্ত (পোস্ট মর্টেম) শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King