করোনাভাইরাসের কারণে নাকাল পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রে চলছে নানা ধররে পার্টি। বিশেষজ্ঞরা এসব পার্টিকে করোনা পার্টি বলে আখ্যায়িত করেছেন।
সিয়াটোল রাজ্যের দক্ষিণ-পূর্বে অবস্থিত ওয়াল্লা ওয়ালা কাউন্টিতে প্রায় ১০০ জনের মত করোনা রোগী পাওয়া গেছে, যাদের অনেকেই দুর্যোগ পরিস্থিতির মধ্যে পার্টি আয়োজন করেন।
এসব পার্টির কারণে করোনা সংক্রমিতদের সংস্পর্শে আসায় আক্রান্ত হচ্ছেন অন্যান্যরা। হাসপাতালে ভর্তি কয়েকজন করোনা আক্রান্ত রোগী জানিয়েছেন, সুস্থ মানুষকে ভাইরাসে আক্রান্ত করাই তাদের মূল লক্ষ্য।
ওয়াল্লা ওয়ালা কাউন্টির কমিউনিটি স্বাস্থ্য পরিচালক মেঘান ডিবোল্ট এ ব্যাপারে বলেছেন, আক্রান্তদের মধ্যে অনেকেই পার্টিতে গিয়েছিলেন। এসব আয়োজন করে করোনাভাইরাস ইচ্ছা করেই ছড়ান হচ্ছে। আমরা জানি না কি হচ্ছে। আমরা রোগীদের কাছ থেকেই এমনটি শুনেছি।
গত মার্চে যুক্তরাষ্ট্রের ক্যান্টাকির গভর্নর অ্যান্ডি বেশেয়ারেও করোনা পার্টি আয়োজন করা হয়। সেখানে এক ব্যক্তি আক্রান্ত হয়েছিলেন।
গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যে করোনা পার্টির ব্যাপারে সতর্কবার্তা জারি করেছে প্রশাসন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী জন ওয়াইজম্যান এক বিবৃতিতে বলেন, এই ভাইরাসের বিষয়ে এখনো আমরা অনেক কিছুই জানি না। মহামারির সময় দলবদ্ধ হওয়া মারাত্মক বিপজ্জনক হতে পারে। হাসপাতালে ভর্তি ছাড়াও মৃত্যুর ঝুঁকি আছে।
যুক্তরাষ্ট্রে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১২ লাখেরও বেশি মানুষ। মারা গেছেন ৭৩ হাজার ৯৫ জন।