ডেস্ক রিপোর্টঃ মুলাদী উপজেলার সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দড়িচর লক্ষীপুরে রতন হাওলাদার (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ ১২এপ্রিল রবিবার বেলা সাড়ে ১২ টায় নিজ বাড়ীতে ইন্তেকাল করেন।
সংবাদ পেয়ে মুলাদী উপজেলা প্রশাসন সাথে সাথে করোনা সনাক্ত করনের নমুনা সংগ্রহ করে। পরে লাশের দাফন সম্পন্ন করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায় রত্তন হাওলাদারের ছেলে গত ৩/৪ দিন আগে ঢাকা থেকে অসুস্থ অবস্থায় বাড়ীতে আসে। স্থানীয়দের ধারনা করোনা সন্দেহে রত্তন হাওলাদারের মৃত্যু হয়েছে।
source : www.digitalmuladi.blogspot.com