মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলায় এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ব্যাপারে তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলী গ্রামে আমানতগঞ্জ বাজার সংলগ্ন মাঠের মধ্য থেকে ইমরান হোসেন নামে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার রাত ১১টার দিকে রাতের খাবার শেষে ঘরের বারান্দায় ঘুমাতে যান ইমরান। এসময় তার মোবাইল ফোনে একটি কল আসে। ফোনে কথা বলতে বলতে সে বাড়ির বাইরে চলে যান। এর পর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
সকালে লোকাজন বাজারে যাওয়ার সময় ইমরানের মৃতদেহ মাঠের মাঝে দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। ইমরান ওই এলাকার অবসরপ্রাপ্ত দফাদার আলাতফ হোসেনের ছেলে। সে দেড় বছর আগে কাতার থেকে দেশে ফিরেছেন।তাৎক্ষণিকভাবে কে বা কারা ইমরানকে হত্যা করেছে সে ব্যাপারে সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেনি পুলিশ।