নিজস্ব প্রতিবেদকঃ মুলাদী থানার ৬নং মুলাদী ইউনিয়নের বাসিন্দা রত্তন সরদার, পিতা-মৃত নাসির উদ্দিন সরদার, গ্রামঃদড়িচর লক্ষীপুর, ৮নং ওয়ার্ড, থানা-মুলাদী, জেলা-বরিশাল তিনি গত ইং- ১২/০৪/২০২০ তারিখ নিজ বাড়ীতে মৃত্যুবরণ করিলে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার মৃত রত্তন সরদার এর নমুনা সংগ্রহ করে।
পরে নমুনা পরীক্ষায় জানা যায় তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করিয়াছে মর্মে রিপোর্ট পাওয়া যায়। রিপোর্ট প্রাপ্তির পর পর মুলাদী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দড়িরচর লক্ষীপুর ৮নং ওয়ার্ড ও এলাকার পার্শ্ববর্তী মোট ১২টি বসত বাড়ী লকডাউন ঘোষেনা করে লাল নিশানা টানানো হয়ছে।
যাতে এলাকার লোকজন একজন আরেক জনের সংস্পর্শ হওয়া, বাড়ী হতে বের না হওয়া এবং অন্যের বাড়ীতে প্রবেশ নিষিদ্ধ করে এলাকায় সচেতনতামূলক মাইকিং করেন জনাব মোঃ ফয়েজ উদ্দিন, অফিসার ইনচার্জ, মুলাদী থানা, বরিশাল।