অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ টিম গানের শুটিংয়ের জন্য মালদ্বীপ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। নায়ক-নায়িকা হিসেবে শাকিব-মাহিরও যাওয়ার কথা। কিন্তু হঠাৎ করেই জানা যায় মাহির পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে গেছে, মাহি যেতে পারবেন না। এ কথা শুনে শাকিব খানও মালদ্বীপ যাওয়ার পরিকল্পনা বাতিল করেছেন।
গত ৭ অক্টোবর মালদ্বীপে শাকিব-মাহির গানের শুটিংয়ের পরিকল্পনা করেছিলেন পরিচালক। ‘নবাব এলএলবি’ সিনেমায় শাকিব-মাহির সঙ্গে অর্চিতা স্পর্শিয়াকে দেখা যাবে। এর চিত্রনাট্য ও কাহিনী লিখেছেন পরিচালক নিজেই। সিনেমাটি প্রযোজনা করছে সেলিব্রেটি প্রোডাকশন।