ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এর ২০ নং নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী পরিবর্তন এনেছেন আওয়ামী লীগ।
আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহিদুর রহমান দুলাল এর পরিবর্তে ২০নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মো. নাছিরকে মনোনীত করেছে দলটি।
এ বিষয়ে মো. নাছির বলেন, ডিএনসিসির ২০ নংওয়ার্ডের বর্তমান কাউন্সিলর হিসাবে আমি এলাকার অনেক উন্নয়ন করেছি। এই ওয়ার্ডের জনগনের প্রত্যাশা পুরনে ,পুনরায় তারা আমাকে কাউন্সিলর হিসেবে দেখতে চায় বলেই দল থেকে আমাকে মনোনীত করেছে। আমি সকলের কাছে দোয়া চাই। উল্লেখ্য থাকে রাস্তা-ঘাট মসজিদ-মাদ্রাসা সামাজিক উন্নয়নে স্কুল-কলেজ সবকিছুতে আমার অবদান আছে
উল্লেখ্য, আগামী ৩০ জানুয়ারি ডিএনসিসি ও ডিএসসিসির সকল ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।