আজ বিকেলেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। এরইমধ্যে এটি সিভিয়ার সাইক্লোনে পরিণত হয়েছে। ভারতের আবহাওয়া অধিদফতর বলছে, প্রায় ছয় ঘণ্টা তাণ্ডব চালাতে পারে ঘূর্ণিঝড় ‘নিসর্গ’।
আবহাওয়াবিদ মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, ঘণ্টায় ১৩ কিলোমিটার গতিতে এগিয়ে আসছে নিসর্গ। উপকূলে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ থাকবে ১০০-১২০ কিলোমিটার।
এদিকে সকাল থেকে বৃষ্টি শুরু হয়েছে দাদার, মাতুঙ্গা, সায়ান, ওয়াডালা, পারেল এলাকায়। উপকূল থেকে বাসিন্দাদের সরিয়ে আনার কাজ শুরু হয়েছে মহারাষ্ট্র ও গুজরাটে। খবর নিউজ আঠারো’র
ঘূর্ণিঝড় নিসর্গের জেরে দুর্যোগের কবলে পড়তে পারে মহারাষ্ট্র ও গুজরাট৷ ঝড়ের সঙ্গে প্রবল বর্ষণের আশঙ্কা বাণিজ্য নগরী মুম্বাইতে। মুম্বাইয়ের পাশাপাশি থানে, পলঘর ও রাইগাডেও রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ।