‘আমি শ্রীলেখা’ নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। সেখানে নিয়মিত ভিডিও আপলোড করছেন। এখানে শ্রীলেখা নানা রকম বিষয়ের ওপর ভিডিও তৈরি করে শেয়ার করবেন। সেই ভিডিওগুলোতে তিনি নিজেও অভিনয় বা অ্যাঙ্কারিং করবেন।
সেই চ্যানেলের অনেক সাবসক্রাইবারও হয়েছে। সেখানেই এক ব্যক্তি কমেন্ট করেন, ” এখানে কি আপনার ন্যুড কন্টেন্ট পাওয়া যাবে? তাহলে সাবসক্রাইব করবো” এই কমেন্ট পাওয়ার পর মাথা গরম হয়ে যায় শ্রীলেখার। তাঁর জবাবে একটি ভিডিও তৈরি করেন শ্রীলেখা।
ভিডিওতেই বাকিটা দেখে নিন কি বানালেন।