1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৪:০৬ অপরাহ্ন

ব্যাচেলর বিড়ম্বনা আর না – বুকিং চলছে, মাত্র ৮৫০০ টাকা/মাস

Reporter Name
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০১৯
  • ১০৩৫ বার পঠিত

ব্যাচেলর? কোটি মানুষের এ শহরে যারা পড়াশোনা করতে আসেন কিংবা পড়াশোনা শেষ করে চাকরিজীবনেও ব্যাচেলর হিসেবে ঢাকায় থাকতে চান, তাদের জীবনটা অন্যদের থেকে একটু বেশিই দুর্বিষহ।

প্রথমেই সমস্যা হয়, ব্যাচেলর শুনলেই সামর্থ্য থাকার পরও ভালোমানের বাসা পাওয়া যায় না। এরপর যদিও পাওয়া যায়, তার সঙ্গে আছে প্রতিদিনের বাজার করা, একজন বিশ্বস্ত কাজের লোক পাওয়া, রান্না করা ঘর-কাপড় পরিষ্কারসহ অনেক কাজ। সময়ের অভাবে ব্যাচেলর জীবনে যেন বিড়ম্বনার শেষ নেই।

ব্যাচেলরদের এসব কষ্ট থেকে মুক্তি দিতে চালু হয়েছে ‘La Bachelier Point Gents Hostel‘। এখানে ব্যাচেলরদের নেই বাজার করা বা কাপড় ধোয়ার চিন্তা। এমনকি বাসা পরিবর্তনের ঝামেলাও আপনাকে পোহাতে হবেনা।

ব্যাচেলর বিড়ম্বনা আর না – বুকিং চলছে, মাত্র ৮৫০০ টাকা/মাস

সাশ্রয়ী মূল্যে শীততাপ নিয়ন্ত্রিত রুম, স্বাস্থ্যকর খাবার, হাই স্পিড ইন্টারনেট, এল ই ডি টিভি, রিডিং রুম, ২৪ ঘণ্টা নিরাপত্তা, জিম, লবিসহ নানা সুবিধা নিয়ে সুপার La Bachelier Point Gents Hostel ব্যাচেলরদের জীবনকে সহজ করে দিয়েছে।

আমাদের ঠিকানা: হোল্ডিং ০৫, রোড ১০/বি, সেক্টর – ১১, উত্তরা ঢাকা।
বুকিং চলছে, মাত্র ৮৫০০ টাকা/মাস।
যোগাযোগ: ০১৮৮৭-৮৯০০৯০

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King