ইউরোপ-আমেরিকায় বিয়ের আগে সন্তান ধারণ করা বা জন্ম দেয়া আর পরে বিয়ে করা অস্বাভবিক কোন ঘটনা নয়। এই যেমন কিছুদিন আগে চার সন্তানের বাবা বিশ্ব মাতানো ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্দো বলেছিলেন এখনই বিয়ে করতে চান না তিনি। কিন্তু এবার ব্রজিলে ঘটল সম্পূর্ণ ভিন্ন এক ঘটনা।
ব্রাজিলের সাওপাওলেতে রিয়ের আসরেই সন্তান জন্ম দেন এক নারী। বিয়ের আগেই ছয় মাসের অন্তঃসত্ত্বা জেসিকা গুয়েডসের বিয়ের জন্য বিশেষ পোশাক পরতে গিয়ে পেটে চাপ পড়ে। এতে অসুস্থ হয়ে পড়েন তিনি। এতে বিয়ের পিঁড়িতেই মৃত্যু হয় তার। তবে ডাক্তাররা দ্রুত সিজারের মাধ্যমে তার গর্ভে থাকা সন্তানের জন্ম দেন।
গত রোববার (১৪ সেপ্টেম্বর) ব্রাজিলের সাওপাওলোতে এ ঘটনা ঘটেছে বলে জানায় যায় যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ডেইলি মিরর।
জেসিকার পরিবার জানিয়েছে, জেসিকার বিয়ের আয়োজন করা হয়েছিল তারই প্রেমিক লেফটেন্যান্ট ফ্লাভিও গনকালভেজের সঙ্গে। বিয়ের আগে ছয় মাসের অন্তসঃত্ত্বা ছিলেন তিনি। পেটে সন্তান নিয়ে বিয়ের আয়োজন করায় মানসিক চাপে ছিলেন । এ দিন জেসিকা ঘাড়ে ব্যথা অনুভব করছিলেন। এরপর হঠাৎ এ ঘটনা ঘটে।