টলিউড অভিনেত্রী শ্রাবন্তী সব সময় থাকেন চর্চায়। শ্রাবন্তী টলিউডের নামী অভিনেত্রীদের মধ্যে একজন। দেব, জিৎ, সোহম থেকে শুরু করে টলিউডের সব নায়কের সঙ্গেই জুটি বেধে সিনেমায় অভিনয় করেছেন তিনি। নায়িকার মিষ্টি স্বভাব ও হাসির জন্য তিনি সকলের খুব প্রিয়।
তবে অভিনয় জীবনে সফলতা এলেও শ্রাবন্তীর ব্যক্তিগত জীবনে অনেক ঝড় বয়ে গেছে। তাঁর দু দুটো বিয়ে ভেঙে গেছে। তবে নায়িকা মনের জোর ছাড়েননি। নিজের সত্যিকারের ভালবাসার মানুষকে তিনি খুঁজে নিয়েছেন। আর সে হলো রোশন সিং।
রোশনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছে ২০১৯। ছেলে ঝিনুককে নিয়ে সুখে মাজায় সংসার করছেন তাঁরা। রোশন খুব ভাল মনের মানুষ। এ কথা শ্রাবন্তী বুঝিয়ে দিয়েছেন। গত বছর এও সময় ছিল শ্রাবন্তীর প্রিওয়েডিং ডে।
বিয়ের আগের দিনের নিয়ম নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেত্রী। পাশে ছিলেন হবু স্বামী রোশন। এক বছর আগের সেই ছবি ইনস্টাতে পোস্ট করে আবেগে ভাসলেন অভিনেত্রী।