বিয়ে করেছেন হলিউড তারকা স্কারলেট জোহানসন। তৃতীয় বিয়ে হওয়ার বিষয়টি কাউকে জানাননি বলে সমালোচনা তৈরি হয়েছে। গত বৃহস্পতিবার ৩৮ বছর বয়সী জনপ্রিয় কমেডিয়ান কলিন জস্ট ও ৩৪ বছর বয়সী স্কারলেট জোহানসন বিয়ের আনুষ্ঠানিকতা সারেন। তবে গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যমেও পাওয়া যায়নি তাদের সেই বিয়ের কোনো ছবি। কারণ বাইরের কাউকেই তারা নিমন্ত্রণ করেননি।
স্কারলেট পরবর্তীতে বলেন, ‘বিয়েটা গোপন ছিল না। বর্তমান বৈশ্বিক পরিবেশে এই বিষয়টি আলোচনায় আনতে চাইনি। তাই পরিবারের বাইরে কাউকে জানানো হয়নি। এছাড়া কিছু নয়।’
সীমিত পরিসরে দুই পরিবারের ঘনিষ্ঠজনদের নিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করেন স্কারলেট ও কলিন। তাদের বিয়েটাকে উত্সর্গ করা হয়েছে একটা মহান উদ্দেশ্যে। এ আয়োজনের সার্বিক দায়িত্বে ছিল মার্কিন স্বাস্থ্য সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন।