1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
সোমবার, ২২ মে ২০২৩, ০৬:০১ অপরাহ্ন

বিরাট প্রতিবার আনুশকার কাছে হারেন

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০
  • ২৮২ বার পঠিত

আনুশকা শর্মা ও বিরাট কোহলি দম্পতি ভারতের সবচেয়ে জনপ্রিয় জুটিদের একটা। ইনস্টাগ্রামে সম্প্রতি এই দম্পতি একটি মজার ভিডিও শেয়ার করেছেন। যেখানে একজন আরেকজনকে ৩ বিভাগে ৩টি করে ৯টি প্রশ্ন করেছেন। প্রথমে আনুশকা বিরাটের কাছে বলিউড নিয়ে ৩টি প্রশ্ন করেছেন। পরে আনুশকাকে বিরাট ক্রিকেট খেলা নিয়ে প্রশ্ন করেছেন। এরপর একজন আরেকজনের সম্পর্কে ৩টি করে প্রশ্ন জিজ্ঞেস করেন। সেখান থেকে বেরিয়ে এসেছে নানা কিছু।

আনুশকা বিরাটকে প্রথমেই কড়া শিক্ষকের মতো প্রথম হিন্দি ফিচার ফিল্মের নাম জিজ্ঞেস করেন। বিরাট তো হেসেই খুন। বললেন, ‘আমার কোনো ধারণাই নেই।’ আনুশকা বললেন, ‘রাজা হরিশচন্দ্র’। এরপর আনুশকা একটু সহজ প্রশ্ন জিজ্ঞেস করেন। ক্রিকেটবিষয়ক দুটো সিনেমার নাম বলতে বলেন। বিরাটের চটপট উত্তর, ‘পাটিয়ালা হাউস’ আর ‘লগন’। ওদিকে বিরাট আনুশকাকে ক্রিকেট খেলার তিনটি নিয়মের কথা জিজ্ঞেস করেন। আনুশকা প্রথমে মজা করে বলেন, ‘আউট হওয়া যাবে না।’ তখন বিরাট হাসতে হাসতে বলেন, ‘এইটা কোনো নিয়ম না, এইটা উইশ।’ পরে অবশ্য ঠিকঠাক জবাব দেন আর জানান যে তিনি ক্রিকেটের সব নিয়ম জানেন। একদিনের ক্রিকেটে কোন নারী সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন? আনুশকার ঝটপট জবাব, ‘ঝুলন গোস্বামী’। এভাবেই প্রথম রাউন্ডে আনুশকা জিতে যান।

দ্বিতীয় ধাপের খেলা থেকে জানা যায়, আনুশকা ও বিরাট দুজনেই পাহাড় পছন্দ করেন। আনুশকা বিরাটের কাছে জানতে চান, ‘আনুশকা কিসে খুশি হয়?’ তখন বিরাট বলেন, ‘প্রাণীদের আশপাশে থাকলে।’ তখন হাসতে হাসতে আনুশকা বলেন, ‘কিন্তু এই প্রাণীটা তো তুমি।’ বিরাট মাথা চাপড়ে বলেন, ‘ধুর, এটা কীভাবে ভুল করলাম!’ এই রাউন্ড থেকে জানা যায়, বিরাটের প্রিয় ব্যায়াম ‘স্ন্যাচ’ আর আনুশকার ‘ডেড লিফট’। আরও জানা যায়, ২০১৯ সালের আগস্টে আনুশকা বিরাটের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজে ছিলেন। কিন্তু আনুশকা মনে করে বলতেই পারলেন না। তাঁর নাকি এসব দিন-তারিখ কিছুই মনে থাকে না।

তৃতীয় রাউন্ডের নাম ‘কে বেশি’। এখান থেকে জানা গেল, বিরাট মহাকাশে যেতে চান। আর আনুশকা গাছের সঙ্গে কথা বলতে ভালোবাসেন। তবে দুজনার কেউই ‘ভালো’ দাবা খেলতে পারেন না। আর লকডাউনে ঘরে বসে আনুশকা আর বিরাট যত ‘ইনডোর গেমস’ খেলেন, সেখানে বিরাট নাকি আনুশকার কাছে প্রায় প্রতিবারই হেরে যান। বিরাট কোহলিও অস্বীকার করেননি। নীরবে মেনে নিয়েছেন। দুজনের ঝগড়া হলে আনুশকা আগে ‘স্যরি’ বলেন। আর বিরাট নাকি ফটোগ্রাফার হিসেবে ‘রসগোল্লা’। অর্থাৎ, আনুশকা বিরাটের চেয়ে ভালো ছবি তোলেন। ইনস্টাগ্রামে ৬ মিনিট ৩৬ সেকেন্ডের এই ভিডিও আনুশকা, বিরাট, ফিল্মফেয়ারসহ অসংখ্য আইডি থেকে শেয়ার করা হয়েছে।আরও সংবাদ

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King