হিবত মদিনা ওই উপজেলার কাওরাইদ ইউপির গলদাপাড়ার নূরুল ইসলামের মেয়ে। তিনি ময়মনসিংহের ভালুকায় একটি পোশাক কারখানায় কাজ করতেন।
রোববার সকালে নিজ গ্রামের একটি গজারি বন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন শ্রীপুর থানার এসআই কামরুল ইসলাম।
তিনি জানান, সকালে কাউকে কিছু না বলে মদিনা বাড়ি থেকে বাইরে যান। দীর্ঘক্ষণ বাড়ি না ফেরায় তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে স্বজনরা। দুই ঘণ্টা পর বাড়ির পাশের গজারি বনে একটি গাছে তার মরদেহ ঝুলতে দেখে স্থানীয়রা।
এসআই কামরুল আরো জানান, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা, তা তদন্ত করা হচ্ছে।