লকডাউন শুরু হতেই ইন্সটাগ্রামে ডেবিউ করেছিলেন তিনি। দুমাস পর ফের নিজের শরীরচর্চায় ব্যস্ত হয়ে গেলেন করিনা কাপুর খান। শনিবার নিজের বিল্ডিং চত্বরেই জগিং করতে দেখা গিয়েছে তাকে। সেই ছবি ধরা পড়েছে পাপারাত্জিদের ক্যামেরায়।
করোনার জেরে গত দুমাস ঘরবন্দি অবস্থাতেই ছিলেন কারিনা। স্বামী সইফ আলি খান ও ছেলে তৈমুরকে নিয়ে সময় কাটিয়েছেন। এবার শ্যুটিংয়ে ফেরার পালা। ঘরের মধ্যে ওয়ার্কআউট করলেও তার সেই ছবি সামনে আসেনি কখনও।
ছবিতে দেখা গিয়েছে, সাদা রঙের টি শার্ট ও কালো প্যান্ট ও কালো সু পড়ে বিল্ডিংয়ের চারিপাশে জগিং করছেন।