সাতপাকে বাঁধা পড়লেন বাহুবলী তারকা রানা দগ্গুবাতি ও মিহিকা বাজাজ। শনিবার (৮ আগস্ট) হায়দরাবাদের রামানাইডু স্টেডিয়ামে বসেছিল বিয়ের আসর।
এরইমধ্যেই সামনে এসেছে রানা দগ্গুবাতি ও মিহিকার বিয়ের অনুষ্ঠানের কিছু ছবি। রানা ও মিহিকার বিয়ের অনুষ্ঠানে ঢোকার সময় ক্যমেরাবন্দি হন আল্লু অর্জুন ও সামান্থা আক্কিনেনি।
বিয়ের অনুষ্ঠানে মিহিকাকে দেখা গেল সাদা লেহেঙ্গায়, তাঁর মাথায় ছিল কমলা রঙের ওড়না। অন্যদিকে রানা দগ্গুবাতির পরনে ছিলেন সাদা ধুতি, পাঞ্জাবি।
জানা যাচ্ছে, রানা দগ্গুবাতি ও মিহিকা বাজাজের বিয়ের অনুষ্ঠানে দুই তরফের আত্মীয়রা ছাড়া গুটিকতক বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন। তেলুগু ও মাড়োয়ারি রীতি মেনেই রানা ও মিহিকার বিয়ের অনুষ্ঠান হয়েছে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছিল রানা-মিহিকার গায়ে হলুদ, মেহেদি ও সঙ্গীতের অনুষ্ঠানের ছবি।