দেশের জনপ্রিয় অভিনেতা আফরান নিশোর বাবা আর নেই। আজ বৃহস্পতিবার সকালে তার বাবা মো. আবদুল হামিদ মিয়া রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি দীর্ঘদিন ধরে কিডনি ও লিভার–সংক্রান্ত শারীরিক জটিলতায়ও ভুগছিলেন। এ সময় হাসপাতালে উপস্থিত ছিলেন আফরান নিশো, তার বড় ভাই এবং পরিবারের অন্য সদস্যরা।বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল হামিদ মিয়া টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ও ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।