1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
শনিবার, ১০ জুন ২০২৩, ০১:১১ পূর্বাহ্ন

বাংলাদেশকে হারাতে এক ঘণ্টাই যথেষ্ট মনে করেন রশিদ খান

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯
  • ৩৯০ বার পঠিত

একামাত্র বৃষ্টিই পারে লজ্জার এক হার থেকে বাংলাসদেশকে বাঁচাতে। শেষ পর্যন্ত বৃষ্টি থাকলে এই সিরিজে ড্র ঘোষণা করা হবে আর তাতেই নিশ্চত হার থেকে রক্ষা পাবে টিম বাংলাদেশ। কিন্তু এই বৃষ্টিতে মাথা খারাপ হওয়ার অবস্থা আফগান অধিনায়ক রশিদ খানের। অবশ্য এই মুহূর্তে তাদের সময়টা অপেক্ষায় কাটছে। কখন মাঠে গড়াবে বল! অবশেষে সব অপেক্ষার প্রহর শেষ হয়ে বেলা একটায় মাঠে নামে দুই দল। মাঠে নামার কিছু পরেই আবারও শুরু হয় বৃষ্টি। তাই এখন খেলা বন্ধ রয়েছে।

দুই দল মাঠে নামার আগে আফগানিস্তান দলের স্যোশাল মিডিয়া ম্যানেজার সৈয়দ হযরত সাদাতের কাছে জানতে চাওয়া হয়েছিল পরিস্থিতি নিয়ে। তিনি মাঠের এদিক-ওদিক ছটফট করছিলেন। এমন বেরসিক বৃষ্টি কতটা হতাশার এমন প্রশ্নের জবাবে তার উত্তর, ‘খুবই হতাশার। ম্যাচটা জেতার দ্বারপ্রান্তে আছি আমরা। একটা সেশন হলেই আমাদের চলতো।’

রশিদকে ছটফট করতে দেখে সাদাতের কাছে জানতে চাওয়া হলো এই মুহূর্তে রশিদ খান কি ভাবছেন, ‘রশিদ ভীষণ হতাশ। ও খুব আক্রমণাত্মক ক্রিকেটার। জয়ের খুব কাছে আসার পর বৃষ্টি হওয়ায় ও অস্থির হয়ে গেছে। রশিদ বলছিল, আমাদের এক ঘণ্টা হলেই যথেষ্ট। তাহলেই ম্যাচ জিততে পারবো আমরা।’

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান প্রথম ইনিংস : ১১৭ ওভারে ৩৪২
বাংলাদেশ প্রথম ইনিংস : ৭০.৫ ওভারে ২০৫

আফগানিস্তান দ্বিতীয় ইনিংস : ৯০.১ ওভারে ২৬০
(ইহসানউল্লাহ ৪, ইব্রাহিম ৮৭, রহমত ০, হাশমতউল্লাহ ১২, আসগর ৫০, আফসার ৪৮*, নবী ৮, রশিদ ২৪, কায়েস ১৪, আহমেদজাই ৯; জাহির ০; সাকিব ৩/৫৮, মিরাজ ২/৩৫, তাইজুল ২/৮৬, নাইম ২/৬১, মুমিনুল ০/১৩, মোসাদ্দেক ০/৩)।

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৪৬.৩ ওভারে, ১৪৩/৬
(সাদমান ৪১, মুশফিক ২৩, সাকিব ৪৪*, সৌম্য সরকার ২*, রশিদ ৩/৪৮)

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King