রাজধানীতে ৫ থেকে ৭ হাজার টাকায় মিলছে করোনার নেগেটিভ কিংবা পজিটিভের জাল সনদ। এমনি এক প্রতারক চক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে।
করোনায় মহামারিতে যখন অসহায় নগরবাসী, তখন ফায়দা লুটতে ব্যস্ত কিছু মানুষ। মুগদা এলাকায় ছোট্ট একটি স্টুডিও। যেখানে চলে ফটোকপির কাজও। এরই আড়ালে চলছে, করোনা পরীক্ষার জাল সনদ বেচাকেনার রমরমা ব্যবসা।
মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায়, নেগেটিভ কিংবা পজিটিভ ফলের সনদ দিচ্ছিলেন দোকানের ৪ কর্মী। খবর পেয়ে আজ সোমবার অভিযান চালায় র্যাব। গ্রেপ্তার করে তাদের।
র্যাব জানায়, মুগদা হাসপাতালের নামে এ পর্যন্ত প্রায় এক থেকে দেড়শ ভুয়া সনদ বিক্রি করেছে চক্রটি। প্রস্তুতি চলছিলো আরও ৫০টি মতো সনদের।
র্যাব আরও জানায়, চাকরিতে যোগ করতে বা বিদেশে যেতে অনেকেই জাল সনদ নিচ্ছেন। চক্রটির সাথে মুগদা হাসপাতালে কেউ জড়িত কিনা, খতিয়ে দেখা হচ্ছে।
এরআগে করোনা মুক্তির ভূয়া সার্টিফিকেট নিয়ে জাপানে গিয়ে ধরা পড়ে চার বাংলাদেশি।