1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
শনিবার, ২৫ মার্চ ২০২৩, ০৭:০১ পূর্বাহ্ন

প্রয়োজন ছাড়া বাইরে ঘোরাঘুরি, ১২ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ২৫২ বার পঠিত

লালমনিরহাটে গত এক মাসে এক হাজার ৬১০টি মামলায় ১১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা জরিমানা করেছে পৃথক ভ্রাম্যমাণ আদালত। সামাজিক দূরত্ব না মানা, মাস্ক ছাড়া অপ্রয়োজনে বাইরে আড্ডা দেয়ায় এ জরিমানা করা হয়। রোববার (১৯ এপ্রিল) রাত পর্যন্ত এসব জরিমানা করা হয়।

সোমবার সকালে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (রাজস্ব) রাশেদুল হক প্রধান। 

তি‌নি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জারি করা গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে গত ১৭ মার্চ থেকে জেলার পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভার বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত ১৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবার্তা অমান্য করে বিনা কারণে ঘুরে বেড়ানোর দায়ে ৩৯২টি ভ্রাম্যমাণ আদালত এক হাজার ৬১০টি মামলা করে।

এসব মামলায় ১১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা জরিমানা আদায়সহ একজনকে কারাদণ্ড দেয়া হয়। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের থেকে ৪৯ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করে ১৪টি ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবার্তা মেনে চলার উপরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King