সোমবার সকালে ডেইলি বাংলাদেশকে এ তথ্য নিশ্চিত করেছেন এডিসি (রাজস্ব) রাশেদুল হক প্রধান।
তিনি জানান, করোনাভাইরাস সংক্রমণ রোধে জারি করা গণবিজ্ঞপ্তি বাস্তবায়নে গত ১৭ মার্চ থেকে জেলার পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভার বিভিন্ন স্থানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেনাবাহিনী ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় গত ১৭ মার্চ থেকে ১৯ এপ্রিল পর্যন্ত স্বাস্থ্যবার্তা অমান্য করে বিনা কারণে ঘুরে বেড়ানোর দায়ে ৩৯২টি ভ্রাম্যমাণ আদালত এক হাজার ৬১০টি মামলা করে।
এসব মামলায় ১১ লাখ ৬৭ হাজার ২শ’ টাকা জরিমানা আদায়সহ একজনকে কারাদণ্ড দেয়া হয়। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ৯০ জনের থেকে ৪৯ হাজার ৩শ’ টাকা জরিমানা আদায় করে ১৪টি ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবার্তা মেনে চলার উপরও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
এ অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। তাই বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে সবার প্রতি আহ্বান জানান তিনি।