প্রেম করে বিয়ের পর স্ত্রী পায়েল আক্তারকে (১৮) পিটিয়ে ও গলা টিপে স্বামী হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগের পর নিহতের স্বামী রাশেদকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর কদমতলী হাইস্কুল এলাকায় এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।
কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল্লাহ মামুন জানান, নিহত পায়েলের মুখমণ্ডল, গলায় ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, স্বামীর মারধরের কারণে তার মৃত্যু হয়েছে।
তিনি আরো বলেন, এক থেকে দেড় বছর আগে প্রেম করে করে বিয়ে করেন পায়েল-রাশেদ। বিয়ের পরপরই তারা কদমতলী হাইস্কুল রোড এলাকায় হক সাহেবের বাসা ভাড়া নেন। রাশেদ একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। রাশেদ যেহেতু আটক আছেন তাকে জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।