ঝিনাইদহে ২ নারীসহ প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। প্রতারক চক্রের সুমী, তন্নী খাতুন ও বিদ্যুৎ কুমার নামে ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন এলাকায় অসুস্থতা ও প্রেমের ফাঁদে ফেলে একটি চক্র মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নিচ্ছিল। গতকাল শনিবার (০১ আগষ্ট) ব্ল্যাকমেইল করে এক ব্যক্তির কাছ থেকে অর্থ আদায়ের খবর পেয়ে ব্যাপারীপাড়ায় অভিযান চালায় পুলিশ। পরে সদর থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়