1. techostadblog@gmail.com : Fit It : Fit It
  2. mak0akash@gmail.com : AL - AMIN KHAN : AL - AMIN KHAN
  3. admin@sangbadbangla.com : admin :
সোমবার, ২৮ নভেম্বর ২০২২, ০৯:৪৮ পূর্বাহ্ন

প্রেমের টানে বাংলাদেশে

Reporter Name
  • প্রকাশের সময় : শনিবার, ১১ ডিসেম্বর, ২০২১
  • ১১৬ বার পঠিত
প্রেমের টানে বাংলাদেশে তুর্কি তরুণী, বিয়ে সম্পন্ন

তুরস্ক থেকে প্রেমের টানে বাংলাদেশে এসেছেন এক তরুণী। নাম আয়েশা ওজতেকিন। আজ শুক্রবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ময়মনসিংহের মুক্তাগাছার হুমায়ুন কবিরের সাথে। এরইমধ্যে তুর্কি তরুণীর বাংলাদেশে আসার খবর এলাকায় জন্ম দিয়েছে আলোচনার। আগ্রহ ভরে নতুন দম্পতিকে দেখতে যাচ্ছেন আশপাশের লোকজন।

তুর্কির অটোমান সাম্রাজ্যের সুলতান সুলেমান তার ক্রীতদাসি হুররামকে ভালোবেসে বিয়ে করেছিলেন দুইশ বছরের নিয়ম ভেঙে। তাদের প্রেম কাহিনী বিশ্বজুড়ে বিখ্যাত। তবে সুলতান সুলেমান কি কখনও ভেবেছিলেন, তার দেশের এক নারী ভালোবাসার টানে চলে আসবেন বাংলাদেশে?

আয়েশা ওজতেকিন, তুরস্ক থেকে প্রেমিকের হাত ধরে এসেছেন ময়মনসিংহের মুক্তাগাছায়। আয়েশা ওজতেকিন বলেন, আমার বাবা রাজি ছিলেন না এই সম্পর্কে। ও আমার অনেক কেয়ার করে। তার গুণ বলে শেষ করা যাবে না। আমি ওকে অনেক ভালোবাসি।

তুর্কি তরুণী আয়েশাকে বিয়ে করা হুমায়ুন কবির বলেন, ও অনেক বাংলা গান শোনে, নাটক দেখে। যদিও বাংলা তেমন একটা বোঝে না, তাই সাবটাইটেল দিয়ে দেখে। আর বাংলাদেশি ড্রেসও তার খুব পছন্দ, আমি যখন গিয়েছিলাম তখন নিয়ে গিয়েছিলাম ওর জন্য।

আয়েশা ওজতেকিন ময়মনিসংহে এসে এখানকার মানুষের আতিথীয়তায় মুগ্ধ। অভিভূত সবার আন্তরিকতা দেখে। আয়েশা ওজতেকিন বলেন, ময়মনসিংহ আমার খুব ভালো লাগছে, এখানকার মানুষ অনেক আন্তরিকও। আমার শশুর-শাশুড়ি আমাকে অনেক আদর করেন।

তুর্কি তরুণীকে বিয়ে করা প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, দেখুন অন্য দেশের বা অন্য কালচারের কারো সাথে প্রেম বা বিয়ের প্ল্যান সাধারণত আমাদের সেভাবে থাকেনা। বিষয়টা ঝুঁকিপূর্ণও। আমাদের বিয়ের ক্ষেত্রে ও-ই এগিয়ে এসেছে। ও হয়তো দুই স্টেপ সামনে এগিয়েছে তো আমিও দিয়েছি এক স্টেপ, এভাবেই আমাদের এক হওয়া।

শুক্রবার (১০ ডিসেম্বর) বাঙালি আচার অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে হয় আয়েশা ওজতেকিন ও হুমায়ুনের। এরইমধ্যে সহজে মিশে যাওয়ার মানসিকতা দিয়ে জয় করে নিয়েছেন শ্বশুরবাড়ির লোকজনের হৃদয়।

২০১০ সালে তুরস্কের আনকারা শহরের হাজেত্তেপে ইউনিভার্সিটিতে মেডিসিন বিভাগে পড়াশোনা করতে যান হুমায়ুন কবির। এরপর ২০১৮ সালে, আনাতোলিয়া শহরের লাইফ হসপিটালে চাকরির সুবাদে হাসপাতালেরই প্রধান হিসাবরক্ষক আয়েশা ওজতেকিনের সাথে পরিচয়। পরে হয় মনের লেনাদেনা।

এই পোস্টটি সমাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© ২০১৯, সংবাদ বাংলা
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: The IT King