তবে কবে হবে তাদের বিয়ে সে নিয়ে কখনোই মুখ খুলতে চান না এই প্রেমযুগল। এদিকে কানাকানি হচ্ছে নতুন বছরেই শুরুতেই নাকি মালা বদল করতে যাচ্ছেন তারা।
বসন্ত না আসলেও টালিগঞ্জে বিয়ের ফুল ফুটেই চলেছে। আগামী বছরের শুরুর দিক থেকেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ওপার বাংলার বেশ কজন তারকা ও পরিচালক। এমন কথা শোনা যাচ্ছে চারিদিকে।
সেই তালিকায় রয়েছেন দেব ও রুক্মিণীরও নাম। দেবের ঘনিষ্ঠ মহল থেকে জানা যায়, আগামী জানুয়ারিতেই বিয়ের পরিকল্পনা তাদের। যদিও বিভিন্ন সময়ে দেব বলেছিলেন, তিনি কাউকে না জানিয়ে একেবারে ঘনিষ্ঠ কয়েক জনের উপস্থিতিতে বিয়ে সেরে ফেলবেন।