শুক্রবার বিকেলে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্টে এই চিত্রনায়িকা লেখেন ‘জ্বর’। এরপর জানা যায়, পরীমনি জ্বর ও কাশিতে ভুগছেন।
পরীমনি এই পোস্ট করার পরই ভক্তরা মন্তব্যের ঘরে তার প্রতি প্রার্থনার কথা জানান। সেই পোস্টে এক হাজারের বেশি মানুষ স্যাড রিয়্যাকশন দিয়েছে।
পরীমনি ফেসবুকে লেখেন ‘জ্বর’
এদিকে কাল পরীমনির জন্মদিন। প্রতি বছর জন্মদিনের প্রথম ভাগটি তিনি সুবিধাবঞ্চিত অসহায় শিশুদের কাছে যান, তাদের আবদার পূরণ করেন। এবারও এর ব্যতিক্রম হবে না বলে কিছুদিন আগে জানিয়েছেন পরীমনি।
ছবিতে নিয়মিত অভিনয় করছেন পরীমনি। চয়নিকা চৌধুরীর পরিচালনায় ‘বিশ্ব সুন্দরী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি। এটি মুক্তির অপেক্ষায় আছে। এছাড়া আবু রায়হান জুয়েলের পরিচালনায় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ নামের নতুন একটি ছবির কাজ শেষ করেছেন সম্প্রতি। এছাড়া নতুন কয়েকটি ছবির শুটিং শুরু করবেন এই চিত্রনায়িকা।