রাত পোহালেই দশমী, দেবীর বিসর্জন। রাত পোহালেই জন্মদিন মধুমিতা সরকারের। এমন দিনে বার্থডে সেলিব্রেশন? ‘‘মুডটাই আসে না’’, স্বীকার করলেন অভিনেত্রী। তাই নবমী নিশিতেই অনুরাগীদের নিয়ে উদযাপন সারলেন বাড়িতে। নিজের মতো করে। বাড়ি ঘর সাজান হয়েছিল? কত বড় কেক কাটলেন? কেউ জানে না। মধুমিতার কথায়, কোনও প্ল্যান করে নয়, ভক্তদের সঙ্গে একান্তে সময় কাটিয়েছেন তিনি। এমনিতেই ২০২০-র পুজো নিউ নর্মালের ধাক্কায় ৩৬০ ডিগ্রি ঘুরে গিয়েছে। ফলে, সেভাবে ঠাকুরও দেখা হয়নি তাঁর। বদলে, অনেকদিন পরে অনেকটা সময় কাটিয়েছেন বাড়ির লোকেদের সঙ্গে।
নবমী নিশিতেই অনুরাগীদের নিয়ে উদযাপন সারলেন বাড়িতে সময় বলছে, একটা বছরে অনেকটাই বড় হয়ে গিয়েছেন ‘বোঝে না সে বোঝে না’-র ‘পাখি’! ‘কেয়ার করি না’, ‘সবিনয়ে নিবেদন’ বা ‘কুসুম দোলা’ তাঁকে ছোট পর্দায় তুমুল জনপ্রিয়তা দিয়েছে। সেই অভিজ্ঞতায় ভর করে মধুমিতা বছরের গোড়ায় ডানা মেলেছেন বড় পর্দার বুকে। প্রতীম ডি গুপ্ত-র ‘লাভ আজকাল পরশু’ দিয়ে সেই উড়ানের শুরু। আগামী দিনে তাঁকে দেখা যাবে মৈনাক ভৌমিকের ‘চিনি’তে। যেখানে পরিচালক শোনাবেন মা-মেয়ের গল্প। মেয়ের ভূমিকায় অভিনয় করছেন মধুমিতা। তাঁর ‘মা’ অপরাজিতা আঢ্য। এ ছাড়াও, ছোট, বড় পর্দার পাশাপাশি অভিনেত্রী কাজ করছেন ওয়েব সিরিজেও। ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মের ‘দেবদাস’ সিরিজেও অভিনয় করবেন তিনি।