যে কোনো দৃশ্যকে বোল্ড করে তুলতে পারতেন তিনি। শুধু বোল্ড নয় তার অভিনয় ছিল প্রশংসার যোগ্য। ইমরান হাশমি, ওম পুরী, নানা পাটেকর, রাহুল বোসের মতো বহু শিল্পীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত বলিউডে আর অভিনয় করতে দেখা যায় না মল্লিকা শেরাওয়াতকে। তার পিঁছনে একটা কারণ রয়েছে।
সাহসী দৃশ্যে অভিনয় করতে চাইতেন না তিনি। চাইতেন একটু অন্য ধরণের কাজ করতে। কিন্তু পরিচালকরা তাকে বোল্ড দৃশ্যেই চাইতেন। কিন্তু সব শেষে নিজের একটা সীমা বেঁধে নিয়েছিলেন মল্লিকা। কোনো নগ্ন দৃশ্যে কাজ করবেন না ভেবে নিয়েছিলেন তিনি।
আর এতেই হাতছাড়া হয় একের পর এক কাজ। কিন্তু তাতে অভিযোগ নেই মল্লিকার। তিনি খুশি আছেন নিজের জীবনে। বহু সাহসী দৃশ্যেই অভিনয় করেছেন তিনি।