লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় দেশটির পরিবেশমন্ত্রী ও তথ্যমন্ত্রীর পদত্যাগের পরে এবার আরও ৯ সংসদ সদস্য পদত্যাগ করেছেন। তবে ওই নয় এমপি কারা সে সম্পর্কে বিস্তারিত কিছুই প্রকাশ করা হয়নি। খবর আল জাজিরার।
কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, রাজধানীর বৈরুতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সৃষ্ট বিক্ষোভের জেরে এই পদত্যাগের ঘটনা ঘটছে।
এদিকে, মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা একে একে পদত্যাগ করায় ক্ষমতাসীন সরকার ব্যাপক চাপে রয়েছে। যেকোনো মুহূর্তে সরকারের পতন ঘটতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার লেবাননের বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৫৮ জনের মৃত্যু হয়। আহত হয় ৬ হাজারের বেশি মানুষ।
এর প্রেক্ষিতে দেশটির সাধারণ মানুষ ব্যাপক ক্ষোভ দেখায়। তারা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের দাবি জানান। ওই বিক্ষোভ রোববারও অব্যাহত ছিল। বিক্ষোভকারীদের দাবি সরকারের পদত্যাগ। এ লক্ষ্যে তারা চারটি মন্ত্রণালয় এবং ব্যাংক অ্যাসোসিয়েশনের অফিসেও ঢুকে পড়ে।
এসব দিক বিবেচনা করে সরকারে দুই মন্ত্রী পদত্যাগ করেন। এরপরে আবার ৯ এমপিও পদত্যাগ করলেন।