স্টাফ রিপোর্টার :- দীর্ঘদিন বিরতির পর নতুন সাজে আসবে সংগীত শিল্পী পিংকি ইসলাম। ২০১৭ সালের ১৪-ই এপ্রিল, পহেলা বৈশাখের মতো এক বড় উৎসবে “সিডি চয়েস” থেকে একক গান ও মিউজিক ভিডিও নিয়ে আসেন সংগীত শিল্পীর পিংকি ইসলাম। গানটি নাম “মেলা”। ওই গানটির কথা,সুর ও মিউজিক করেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক আভরাল সাহিব। গানটি প্রচন্ড জনপ্রিয়তা অর্জন করে।
তারপর থেকে দীর্ঘ দুই বছর চলে যায।
নতুন গান নিয়ে আসতে চলেছে সংগীত শিল্পী পিংকি ইসলাম।
পিংকি তার ফেসবুক আইডি থেকে এক স্ট্যাটাসে জানায়,
অনেকদিন কেটে গেল জানিনা, কতটুকু দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আবার আসছি “মেলা” গানের পর নতুন চমক নিয়ে…..
পরবর্তীতে আমরা জানতে পারি নতুন সাজে আসছে সংগীত শিল্পী পিংকি ইসলাম। যদিও পিংকি তার নতুন গানের সম্পর্কে আমাদের এখনো কিছু জানায়নি। অধিকাংশ ভক্ত এবং শ্রোতারা অধীর আগ্রহে বসে আছে, পিংকির নতুন গান গানের জন্য।