চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ৩নং মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আবছার গত ৬ এপ্রিল ত্রাণ দেয়ার কথা বলে ২৬টি পরিবারকে ইউনিয়ন পরিষদে ডেকে আনেন। পরবর্তীতে, ত্রান দেওয়ার ছবি উঠিয়ে তা আবার কেড়ে নেন পরিবারগুলো থেকে। এমন অভিযোগ সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সর্বস্তরে ছড়িয়ে পরে।
অভিযোগের আলোকে, রবিবার বিকালে তার বহিষ্কার আদেশের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ। এই বিষয় জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন বলেন, ‘ত্রাণ অনিয়মের অভিযোগ প্রমাণিত হওয়ায় মির্জাপুরের চেয়ারম্যান নুরুল আবছারকে বরখাস্ত করা হয়েছে।’