সংবাদ বাংলা:- পবিত্র রমজান মাসব্যাপী ইফতার বিতরণ অব্যাহত রেখেছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর উত্তর ছাত্রলীগের সহ-সভাপতি বেনজির রহিম খান বিপুল।
সোমবার (২6 এপ্রিল) তেজগাঁও শিল্পাঞ্চল থানার বাংলাদেশ ফিল্ম কর্পোরেশন বিএফডিসি সামনে লকডাউনে ক্ষতিগ্রস্থ অসহায়, দুঃস্থ ও ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইফতার বিতরণ করা হয়।
বুধবার প্রোগ্রামে উপস্থিত ছিলেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান এফডিসির সামনে দুস্থ ও গরিব মানুষের মাঠে ইফতার বিতরণ করেন এই প্রোগ্রামের শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান বলেন ছাত্রলীগের পক্ষ থেকে এই ইফতার বিতরণ প্রোগ্রামকে তিনি সাধুবাদ জানাই এবং তিনি ধন্যবাদ দেন সাবেক সভাপতি ছাত্রলীগ বাংলাদেশ বেনোজিরবিপুলকে তিনি আরো বলেন ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম এর সাথে তিনি সবসময় সম্পৃক্ত থাকবেন এবং সহযোগিতা করবেন বলে আশ্বাস দেন।’
বেনজির রহিম খান বিপুল জানান, ‘বর্তমান করোনা সংকটে চলমান লকডাউনে শহরের ছিন্নমূল, অসহায়-দুঃস্থ মানুষ বিপাকে পড়েছেন। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র রমজান মাসে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসব ছিন্নমূল ও অসহায়-দুঃস্থ মানুষের মাঝে তৃপ্তির ইফতার বিতরণ করেছি। এই কার্যক্রম রমজানের ৩০ দিন ই চলবে।’
এ সময় বাংলাদেশ ইনস্টিটিউট অব গ্লাস এন্ড সিরামিকস ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।