গেল ১ সেপ্টেম্বর সানাই সময় নিউজকে বলেছিলেন (৮ সেপ্টেম্বর) নিজের জন্মদিনে হবু স্বামীর নাম ঘোষণা করবেন। তবে কে হবেন তার স্বামী এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত ঘোষণা দেননি।
হবু স্বামীর নাম ঘোষণা দিতে চেয়েও কেন দিলেন না, তা জানতে সানাইয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি সময় নিউজকে বলেন, ‘পারিবারিকভাবেই আমাদের বিয়েটা হবে। তাই পরিবারের সকলকেই নিয়ে আমার আয়োজন। আমার পরিবারের দুই সদস্য দেশের বাহিরে থাকায় তারা আমার জন্মদিনে আসতে পারেনি। আর একারণে আমি আমার স্বামীর নাম প্রকাশ করতে পারিনি।’
তিনি আরও বলেন, ‘আগামী নভেম্বরে আমার কাজিনরা দেশে ফিরবে। তখন তাদের নিয়ে অক্টোবরের মাঝামাঝি সময়ে ওয়ের্স্টানে বড় ধরণের আয়োজনের মাধ্যমে অনুষ্ঠান করব।
স্বামীর পরিচয় দিতে না পারায় ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন অন্তর্জালের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সানাই। ভক্তদের কাছে বিষয়টি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে বলে বলেন, ‘আসলে আমার পরিবারই সব। আমার স্বামীর নাম ঘোষণার সিদ্ধান্ত শুধু আমার ছিল। পরবর্তীতে যখন সবাই বললো সকল আত্মীয়দের সঙ্গে নিয়ে আমাকে পরিচয় প্রকাশ করতে হবে। তাই সেটি আমি মেনে নেই।’